শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তরুণ নেতৃত্বই দেশকে এগিয়ে নিবে, বললেন স্পিকার

আসাদুজ্জামান সম্রাট: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের বেশিরভাগ জনগণই তরুণ। আর তরুণরাই হচ্ছে দেশের মূল শক্তি যারা ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এসময় তিনি তরুণদের মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশকে এগিয়ে নিতে আহবান জানান।

শনিবার ভোলার চরফ্যাসন সরকারি কলেজের ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সকল কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং চরফ্যাসন ও মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন।

স্পীকার বেলুন উড়িয়ে ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্পীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ-২০২০” উপলক্ষে বাংলাদেশের মহান নির্মাতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন এবং ১৯৫২সালের ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় তিনি চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রয়াত পিতা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব ও ইতিবাচক উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শিক্ষা উপবৃত্তি, প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট, বিনামূল্যে বই বিতরণ, নারীদের মেধাবৃত্তি, মায়েদের কাছে মোবাইলের মাধ্যমে বৃত্তির টাকা পাঠানো, স্কুলকে জাতীয়করণসহ বিভিন্ন পদক্ষেপের ফলে উচ্চ শিক্ষার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে সকলের মাঝে বই বিতরণের নজির বিশ্বের আর কোথাও নাই বলে তিনি উল্লেখ করেন।

চরফ্যাসনকে গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৩ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরফ্যাসনে ভ্রমণ করেছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া বঙ্গবন্ধু ২৩বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশ ও সংবিধান উপহার দিয়েছেন। তিনি বলেন, মাত্র সাড়ে তিনবছরে বঙ্গবন্ধু দেশকে পুর্নগঠন করেছেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি জ্যাকব টাওয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করে স্মারক বৃক্ষরোপন করেন। অতি অল্প সময়ের মধ্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির মাধ্যমে চরফ্যাসনে যে উন্নয়ন হয়েছে তা অভূতপূর্ব ও প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

চরফ্যাসন সরকারী কলেজের অধ্যক্ষ কয়ছর আহম্মদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, চরফ্যাসন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃঞ্চ দেবনাথ, চরফ্যাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন সরকারি কলেজের নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়