শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগ্রপন্থী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ করতে হবে, বললেন জুনায়েদ বাবুনগরী

ওমর ফয়সাল, চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলামই হচ্ছে প্রথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। এ ধর্মকেই আল্লাহ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন অন্য কোনো ধর্মকে নয়। এ ধর্মকে নিয়ে আজ তামাশা করা হচ্ছে ‘বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার’।এ কথা কোনো মুসলমান বলতে পারে না। এ ধরণের আস্কারা পাওয়ায় দেশে ইসলামের শত্রুরা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করছে, চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছে।

‘ইসকন’-কে উগ্রপন্থী সংগঠন উল্লেখ করে হেফাজত ইসলাম মহসচিব বলেন, ৯০ ভাগ ধর্মপ্রাণ মুসলমানের দেশে সংগঠনটি ইসলাম ও মুসলমানদের নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করে। উগ্রবাদকে উস্কে দিচ্ছে। সম্প্রতি সংগঠনটি চট্টগ্রাম শহরের বিদ্যালয়ে মুসলিম ছাত্র-ছাত্রীদেরকে ‘প্রসাদ’ খেতে বাধ্য করেছে।এমনকি ‘বিসমিল্লাহ’ শব্দ বলতেও নিষেধাজ্ঞা দেয়। এভাবে পুরো দেশে হিন্দুত্ববাদী সংগঠনটি বেপরোয়া কার্যক্রম চালাচ্ছে। তাই অবিলম্বে উগ্রপন্থী সংগঠন ‘ইসকন’ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ফটিকছড়িতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী-প্রাচীনতম ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র ‘বাবুনগর মাদ্রাসা’র ৯৭ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়