শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ হাজার ৪০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের ঘোষনা দিয়ে ২০২০সালের ভারতের সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

কেএম নাহিদ : বেলা ১১টায় আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর্থিক বৃদ্ধিতে সরকার বিশেষ নজর দিয়েছে, বললেন নির্মলা সীতারামন। স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন অর্থমন্ত্রী।

এ বারের বাজেটকে কেউ বলছেন কয়েক দশকের মধ্যে কঠিনতম, কেউ আবার চ্যালেঞ্জিং। অর্থনৈতিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী, বেকারত্বের হারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। অর্থনীতিকে চাঙ্গা করতে কর্পোরেট করে ছাড় দিয়েও তেমন সুফল মেলেনি। এই আবহে সাধারণ বাজেট পেশ করছেন নির্মলা।

এছাড়া মন্ত্রী জানান৪] শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য শীঘ্রই নতুন শিক্ষানীতি তৈরি করা হবে। চাকরিভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হবে।

জাতীয় ফরেন্সিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব । ১২টি রোগ নির্মূল করতে ‘মিশন ইন্দ্রধনুষ’, সংসদে ঘোষণা অর্থমন্ত্রীর। ১২২টি জেলায় নতুন হাসপাতাল।

তিনি বলেন, টিউবারকিইলোসিস সম্পূর্ণ নিমূল করতে চাই ২০১৫-এর মধ্যে। জানালেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা জোর দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের অন্তর্গত হাসপাতাল পিপিপি মডেলে তৈরি করা হবে।

২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় সরকার। ‘সাগরমিত্র’ নামে একটি প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষে গ্রামের যুবকদের যুক্ত করা হবে। কৃষিপণ্য মজুতে আরও হিমঘর তৈরি করা হবে। উত্তর-পূর্বে চালু হবে কিষাণ-রেল। অনলাইনে কৃষিপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, বলেও জানালেন তিনি। বিশ্ব জুড়ে আর্থিক মন্দা চলছে। আমরা বাইরের ঝড় সামলে উঠেছি। দাবি করলেন অর্থমন্ত্রী। এ দেশে ২৮৪ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে বলে দাবি তাঁর।

জলকষ্ট রয়েছে এমন ১০০টি জেলাকে চিহ্নিত করা গিয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী। ২০ লক্ষ কৃষককে নতুন পাম্প দেওয়া হয়েছে। কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে আনা গিয়েছে বলে দাবি নির্মলার। পেনশন-বিমায় সামাজিক সুরক্ষা জরুরি। বললেন নির্মলা। গরিবের হাতে যাতে সরাসরি টাকা পৌঁছয়, সেই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। জিএসটি-র ফলে করের বোঝা কমেছে। ৪০ কোটি করদাতাদের মধ্যে ৬০ লক্ষ নতুন করদাতা। কর দেওয়ার পদ্ধতি এখন সরল হয়েছে, দাবি অর্থমন্ত্রীর।

এছাড়া নারীরা যাতে নিজেদের অধিকার বুঝে নিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য, জানালেন নির্মলা। আমরা এমন একটা ভারতবর্ষ দেখব যেখানে কেন্দ্র-রাজ্য একসঙ্গে চলবে। এর জন্য কিছু ঐতিহাসিক সংস্কার প্রয়োজন ছিল। কেএম নাহিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়