শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন কমে যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক : আর্থিক সমস্যায় ভুগছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। যার কারণে সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছে তারা। পরে অবশ্য আবারো আইসিসির সদস্য দল ফিরে পেয়েছে। কিন্তু অর্থনৈতিক সমস্যা এখনো কাটেনি। যার প্রভাব পড়েছে ক্রিকেটারদের উপর। এমনিতে অন্যান্য দেশের তুলনায় ক্রিকেটাররা সুযোগ সুবিধা কম পান তার উপর তাদের পারিশ্রমিকও কমে যাচ্ছে।

বিগত অনেক বছর ধরেই জিম্বাবুয়ের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জিম্বাবুয়ে ক্রিকেটের বেহাল দশা। খেলোয়াড়দের খরচ বহন করতে বোর্ড তাই হিমশিম খাচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট তাই সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর। বোর্ডের সার্বিক খরচ কমানোর উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত।
এই প্রসঙ্গে বোর্ডের চেয়ারম্যান তাভেঙওয়া মুকুহলানি জানিয়েছেন, ‘অবশ্যই এটা স্পর্শকাতর একটি বিষয়। কিন্তু আমাদের পারিশ্রমিক কমাতেই হচ্ছে। আশা রাখি সবাই এটা মেনে নেবে। আজকের ত্যাগ হয়ে উঠবে আগামীর অর্জন।’

আর্থিক অনটনে দীর্ঘদিন ধরেই ভুগছে জিম্বাবুয়ে ক্রিকেট। বোর্ডের অচলাবস্থায় দীর্ঘদিন বেতন-ভাতা পাননি ক্রিকেটাররা। অনেকে দেশের ক্রিকেট ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। গত বছর দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে পারেনি দেশটির ক্রিকেট দল।

তবে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে ফের নতুন করে যাত্রা শুরু করে জিম্বাবুয়ে ক্রিকেট। তাতে অচলাবস্থা কেটে গেলেও আর্থিক দৈন্যদশা কাটেনি এখনো। বোর্ড চালাতে তাই কর্তারা ক্রিকেটারদের পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন।

তিন বছর বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়ে লঙ্কানদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট উপহার দিয়ে প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। তবে এর মাঝেই সিন উইলিয়ামস-সিকান্দার রাজারা পেলেন বেতন কমে যাওয়ার দুঃসংবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়