শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস, মালয়েশিয়া ও থাইল্যান্ডে আটক চীনাদের ফেরাতে দুটি বিশেষ বিমান

সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে দুটি দেশে অবস্থানরত চিনের নাগরিকদের ফেরাতে দুটি বিশেষ বিমানের ব্যবস্থা করলো চীন।

শুক্রবার চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ থাইল্যান্ডের ব্যাংকক ও মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং কুতাকিনাবালু থেকে অবস্থান করা চিনের উহান সিটির নাগরিকদের ফিরিয়ে নিবে।

এদিকে করোনা ভাইরাসের মোকাবেলায় মালয়েশিয়ার সরকার ১৮ মিলিয়ন পিস মেডিকেল গ্লোব দিবেন বলে জানান সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময় মালয়েশিয়ায় করোনা ভাইরাসে সাতজন আক্রান্ত সাতজন বলে জানান। এসময় ইন্ডিয়ার এক নাগরিক করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনাটি সম্পূর্ণ গুজব বলে জানানো হয়। এছাড়াও মালয়েশিয়ায় করোনা ভাইরাসের গুজব রটানোর অভিযোগে স্থানীয় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।

প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এটি সারা চীনে ও বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার এক জরুরি বৈঠকের পর সংস্থাটির তরফ থেকে এই ঘোষণা আসে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করার পেছনে কারণ হিসেবে, ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং এটি এখন শুধু চীনের উদ্বেগের বিষয় নয় বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়।চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত ১০ হাজার জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ২১৩ জনের।

ডব্লিউএইচও জানিয়েছে যে, অন্যান্য ১৮টি দেশে আরও ৯৮জন মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়