শিরোনাম

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরেকটি শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে দেশ, তাপমাত্রা কমছে ১ থেকে ৩ ডিগ্রি

জেরিন: ঢাকা সিটি করপোরেশনের ভোটের দিন ১ ফেব্রুয়ারি (শনিবার) রাজধানীতে শীতের প্রকোপের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকার আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত বিদ্যমান থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। আর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আগামী পাঁচ দিনে সামান্য পরিবর্তন হবে।

বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে ১৩.৬, রংপুরে ১৪.৭, সিলেটে ১৫.৪, বরিশালে ১৫, খুলনায় ১৬.৫, চট্টগ্রামে ১৫.৫, ময়মনসিংহে ১৬.৫ ও ঢাকায় ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়