শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না, বললেন তাপস

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ‘নির্বাচনে হারজিত থাকতে পারে, রেজাল্ট যাই হোক তা আমি মনে নেবো। তবে আমি আশা করি ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না। বাংলা ট্রিবিউন

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার পরে ধানমন্ডির কামরুন্নেসা গার্লস হাই স্কুল ধানমন্ডি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, ‘আমরা আজ সব কেন্দ্রে যাবো। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হয়, সেগুলো পরিদর্শন করবো। ১৭০টি কেন্দ্র তারা দখলের চেষ্টা করবে এমন তথ্য আমাদের কাছে আছে। তবে কোন কেন্দ্র দখল করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। নির্বাচনের যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে আমরা তা দেখবো।’

তিনি আরও বলেন, ‘তারা গণসংযোগের সময়ও অভিযোগ নিয়ে ব্যস্ত ছিল, এখনো নালিশ নিয়ে ব্যস্ত। আমরা নির্বাচন ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আশাবাদী, আমরা সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। তাদের কোনও রূপরেখা ছিল না। তারা নির্বাচনে এসেছে তাদের আন্দোলনের একটি কার্যক্রম হিসেবে। আমার মনে হয়, ঢাকাবাসী উন্নত ঢাকার পক্ষে নৌকা মার্কা ভোট দিয়ে রায় প্রদান করবেন।’

নির্বাচনের পরিবেশের ব্যাপারে তাপস বলেছেন, ‘এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেনো বজায় থাকে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়