শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করলেন ইরাকের আয়াতুল্লাহ সিস্তানি

রাশিদ রিয়াজ : ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র তীব্র নিন্দা জানিয়েছেন।তিনি বলেছেন, ইহুদিবাদীদের হাতে আরো বেশি ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলকে বৈধতা দেয়ার জন্য এটি একটি ‘চরম অন্যায়’ পদক্ষেপ।

গতকাল (শুক্রবার) ইরাকের ধর্মীয় নগরী কারবালার জুমার নামাজে পাঠানো এক বার্তায় আয়াতুল্লাহ সিস্তানি এ মন্তব্য করেন। তার প্রতিনিধি আব্দুল মাহদি কারবালায়ি জুমার নামাজে সমবেত মুসল্লিদের উদ্দেশে পড়ে শোনান।

আয়াতুল্লাহ সিস্তানি তার বার্তায় ফিলিস্তিনি জনগণের জবরদখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তার সমর্থন ঘোষণা করেন।তিনি আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষকে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়