শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরুদ্ধে ক্রোধের শুক্রবার পালন করলো ফিলিস্তিনিরা  

ইয়াসিন আরাফাত : শুক্রবার ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা  জুমা নামাজ আদায়ের পর বিক্ষোভ মিছিল বের করেন এবং মার্কিন ও ইসরাইল-বিরোধী নানা শ্লোগান দেন।এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের নিন্দা জানাতে মার্কিন পতাকায় আগুন লাগিয়ে দেয় ফিলিস্তিনির জনগণ। ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিরুদ্ধে বিশ্বের নানা দেশ ও অঞ্চলে গণ-বিক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

এদিকে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় শহর সা'দা শহরসহ দেশটির প্রায় সব ক'টি শহরে ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিরুদ্ধে গণ-বিক্ষোভ হয়েছে। এসব গণ-বিক্ষোভে লাখ লাখ ইয়েমেনি নাগরিক অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন ও ট্রাম্পের কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি'র তীব্র নিন্দা জানান।

এক বিবৃতিতে ফিলিস্তিন-বিরোধী ট্রাম্পের এই মহাষড়যন্ত্রে শরীক কপট আরব সরকারগুলো ও বিশেষ করে সৌদি এবং আরব আমিরাত সরকারের বিশ্বাসঘাতকতার তীব্র নিন্দা জানান প্রতিবাদীরা।  মুসলিম ও আরব বিশ্বের চলমান বিভাজন তেলআবিব ও ওয়াশিংটনকে ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপ নেয়ার ধৃষ্টতা বাড়িয়ে দিয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়