শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস নিয়ে সতর্কতা করতে ভুয়া মেইল পাঠিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা

ডিডিমুন: চীনের নতুন করনোভাইরাসে এরিমধ্যে মারা গেছে দুই শতাধিক মানুষ। ছড়িয়ে পড়েছে ১৯টি দেশে। ভাইরাসটির আতঙ্ককে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। হ্যাকাররা ভুয়া মেইল করে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে।খবর হিন্দুস্তান টাইমস।এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সুইজারল্যান্ডের জেনেভায় এক জরুরি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।তবে ভাইরাসটি নিয়ে বিশ্ববাসীকে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

ইতিমধ্যে ক্যাসপারস্কিসহ অনলাইন ভাইরাস প্রতিরোধী একাধিক প্রতিষ্ঠান অনেকগুলো ভুয়া মেইল শনাক্ত করেছে। যেগুলোর মধ্যে ম্যালওয়্যার ভাইরাস ঢুকিয়ে দিয়েছে হ্যাকাররা।আইবিএম এক্স-ফোর্সের প্রযুক্তি হুমকি মোকাবিলা ব্যবস্থা জাপানে বড় ধরনের ম্যালওয়্যার শনাক্ত করেছে। দেশটির গিফু, ওসাকা, টটোরি প্রশাসনিক এলাকায় অনেক মানুষের কাছে এমন মেইল পাঠিয়েছে হ্যাকার।

হিন্দুস্তান টাইমস জানায়, ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে স্বাস্থ্য দপ্তর বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কবাণীকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। ভুয়া মেইল পাঠিয়ে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে কম্পিউটার ও স্মার্টফোনে।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষের মেইলগুলোর মতোই মানুষকে মেইল পাঠাচ্ছে হ্যাকাররা।

এসব মেইলে সরকারি কর্তৃপক্ষে নির্দেশনাবলি মাইক্রোসফট ওয়ার্ড ডকস যুক্ত করে দেয়া হয়। ফাইল খুললেই কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার ঢুকে পড়ছে। যার মাধ্যমে ব্রাউজার হিস্ট্রিসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়