শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনের প্রভাব পড়েছে নিত্য পণ্যের বাজারে, সবজি, পেঁয়াজ ও চালের দাম উর্দ্ধমুখী

লাইজুল ইসলমা: শুক্রবার কারওয়ান বাজার, নিউমার্কেট ও পলাশী বাজারে গিয়ে দেখা গেছে এ চিত্র। তবে কারওয়ান বাজারের তুলনায় খুচরা বাজারে প্রত্যেকটি সবজির দামই অন্তত ৫ থেকে ১০ টাকা বেশি। পেঁয়াজ খুচরা বাজারে গত সপ্তাহে ১২০ টাকা করে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। কারওয়ান বাজারের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।

কারওয়ান বাজারে সবজি বিক্রি হচ্ছে, সিম ২৫-৩০, বেগুন ৩০-৩৫, বাধা কপি ২৫-৩০, ফুল কপি ২০-২৫, টমেটু ৪০-৫০, মরিচ ৪০-৫০, গাজর ২০-২৫ টাকা দরে। সাইস ভেদে প্রতি পিস লাউ ৩০-৮০, কুমড়া ৫০-১২০ টাকা দরে। শাক বিক্রি হচ্ছে, কোলই ৬০, ভাউত্তা ৪০ টাকা কেজি দরে। এছাড়া, লাল শাক ১০টাকা ও পালং শাক ৫টাকা মুটা বিক্রি হচ্ছে।

এদিকে চালের দামও উর্দ্ধমূখী রয়েছে। রশিদ মিনিকেট বিক্রি হচ্ছে ৪৯ টাকা দরে। নজরুল ও সজিব মিনিকেট বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। অভিযোগ করেন, কারো কোনও বিষয়ে নজরদারি না থাকলে যা হয়। তবে সবজি ও পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের কারনেই দাম বেড়েছে। তাছাড়া মাঝে একদিন রাতে বৃষ্টি হয়েছে।

ক্রেতারা বলেন, কখনোই আমাদের কথা ভাবে না সরকার। যদি তাই হতো তাহলে হয়তো এমন ভাবে দাম উর্দ্ধমূখী হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়