শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পাওনা টাকা নিয়ে বিরোধে খুন একজন,আহত-২

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামে পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে মোক্তার হোসেন (৪০) নামের একজনকে হত্যা করেছে। এসময় হামলায় আহত হয়েছে নিহতের ছোট দু’ভাই ইমান হোসেন (৩০) ও খোকন (২৭)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ফরিদ ও সফিক নামের দু’জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আদর্শ উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত আব্দুল ওয়াহাবের পুত্র নিহত মোক্তারের ছোট ভাই খোকনের কাছে প্রতিবেশী ফিরোজ ওরফে কালা নামের এক ব্যক্তি ডেসটিনি নামের এমএলএম কোম্পানীর সাথে লেনদেন সংক্রান্ত ঘটনায় কিছু টাকা পাওনা ছিল।

এনিয়ে দীর্ঘদিন ধরে ফিরোজ ও তার ছেলে ইউছুফ নিহত মোক্তারসহ তার ভাই ইমান ও খোকনের কাছে টাকা দাবী করে আসছিল। সাম্প্রতিক সময়ে মোক্তারা একটি বাড়ি নির্মান কাজ শুরু করলে ফিরোজ ও তার দলের লোকেরা বেপরোয়া হয়ে তাদের বাড়ির নির্মান কাজে বাঁধাসহ ভাংচুর করে।

গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজ চলাকালীন সময়ে ফিরোজ ওরফে কালা ও তার ছেলে ইউসুফের নেতৃত্বে প্রায় ১৫ জন দূর্বৃত্ত দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্রসহ লাঠিসোঠা নিয়ে মোক্তারদের বাড়িতে প্রবেশ করে । এসময় মোক্তার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ ও লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে দূর্বৃত্তরা হামলায় ছোট দু’ভাই ইমান ও খোকন গুরুতর আহত হয়। বাড়ির লোকজনের আর্তচিৎকারে নামাজ শেষে মুসুল্লিরা ঘটনাস্থলে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে আসলে দুর্বৃওরা পালিয়ে যায়। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়