শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা কেড়ে নিতে ২ প্রস্তাব পাস

রাশিদ রিয়াজ : বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে গেলে প্রয়োজনীয় বাজেট আটকে দেয়ার লক্ষ্যে প্রথম প্রস্তাবটি পাস হয় যাতে ২২৮ সদস্য পক্ষে এবং ১৭৫ সদস্য বিপক্ষে ভোট দেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি রো কানা এ প্রস্তাবটি উত্থাপন করেন। অন্য প্রস্তাবটি উত্থাপন করে আরেক ডেমোক্র্যাট সদস্য বারবারা লি।

ওই প্রস্তাবে মার্কিন কংগ্রেসে ২০০২ সালে পাস হওয়া একটি আইন রহিত করা হয়। ওই আইনে বিশ্বের যেকোনো দেশের বিরুদ্ধে হামলা করার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে পূর্ব অনুমতি দিয়ে রাখা হয়েছে। ওই আইন প্রয়োগ করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালিয়েছিলেন।

ট্রাম্প ওই আইনের অপব্যবহার করে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করেন। ট্রাম্প যাতে একই আইনের অপব্যবহার করে ইরানে আগ্রাসন চালাতে না পারেন সেজন্য প্রতিনিধি পরিষদ এ প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩৬ জন এবং বিপক্ষে ১৬৬ সদস্য ভোট দেন।

প্রস্তাব দু’টি পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, কংগ্রেস সদস্যরা যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী সহিংস আচরণের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন তা এসব প্রস্তাব পাসের মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়