শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনোভাইরাস : ইতালিতে ৭ হাজার আরোহীসহ প্রমোদ জাহাজ কোস্টা স্মেরালডা ধরে রাখা হয়েছে

সিরাজুল ইসলাম : রাজধানী রোমের কাছে সিভিটাভেসিয়া বন্দরে বৃহস্পতিবার জাহাজটি ধরে রাখা হয়। সিএনএন
আরোহীদের মধ্যে ছয় হাজার যাত্রী এবং এক হাজার ক্রু। যাত্রীদের মধ্যে ৫৪ বছর বয়সী এক নারীর শরীরে করোনোভাইরাস পাওয়া গেছে। তিনি জ্বরে ভুগছিলেন। তার স্বামীরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির মুখপাত্র। তিনি বলেন, সবাই জাহাজেই আছেন।
ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, ওই দম্পতি হংকংয়ের বাসিন্দা। জাহাজের হাসপাতাল সেকশনে তাদের আলাদা করে রাখা হয়েছে। জাহাজটি স্পেনের পালমা ডি মেজরকা থেকে ইতালি এসেছে। পশ্চিমাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় অঞ্চল ভ্রমণের অংশ হিসেবেই এটি সেখানে গেছে। ওই দম্পতির ভাইরাস নেগেটিভ না হওয়া পর্যন্ত জাহাজটি যাত্রীসহ সেখানেই রাখা হবে।
করোনোভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ভাইরাসে চীনে মারা গেছে ১৭০ জন। আক্রান্ত হয়েছে ৮ হাজার ১০০ মানুষ। দেশটির হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাসের উৎপত্তি। এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ২০টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারত ও ফিলিপাইনের উপকূলীয় এলাকায়ও এ ভাইরাস পাওয়া গেছে। মানুষ থেকে মানুষে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। ইউরোপে এ ভাইরাস প্রথম পাওয়া গেছে জার্মানিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়