শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ জানে, আজহারী জামায়াতপন্থী তবুও দলটি আজহারীকে প্রমোট করছে কী কারণে?

 

অনির্বাণ আরিফ : আওয়ামী লীগ দলটি আগাছায়-কুগাছায় ভরে গেছে। হাইব্রিড, আমাতি আর দক্ষিণমুখী চিন্তার লোকজন দলে দলে দলটিকে ভারি করে তুলছে। দলটির মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ছে মৌলবাদ। আজহারীকে আওয়ামী লীগ ইমপোর্ট করে প্রমোট করেছে। এখন আবার বলছে সে জামায়াতি প্রোডাক্ট। কনফিউশানে পড়ে গেলেন? আমিও। আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগ নিজেই চোর, নিজেই গৃহস্থ। নিজেই সরকার, নিজেই বিরোধীদল। নিজেই রাজা, নিজেই প্রজা। এভাবে নিজেই অপরাধী, নিজেই বিচারক। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে টিকে গেছে। টিকে থাকবে। কারণ দলটি পালস বোঝে। হাওয়া বোঝে। ডানকে বামে রেখে বামকে ডান দিয়ে খেলে দেয়। ফলে ঘর এবং বাইর দুইটাই রক্ষা হয়। আওয়ামী লীগ জানে আজহারী জামায়াতপন্থী। তবুও আওয়ামী লীগ আজহারীকে প্রমোট করছে, কারণ আওয়ামী লীগ এ খেলা খেলে মূলত দলের তূণমূলকে একটু নাড়াচাড়া করে দেখছে আসল লীগ কারা আর আমাতি (আওয়ামী জামায়াত) কারা।

আওয়ামী লীগ উপমহাদেশের দুটি অসাম্প্রদায়িক দলের মধ্যে একটি। এ দলটি এতো তাড়াতাড়ি বিএনপি হয়ে যাবে, জামায়াত হয়ে যাবে বা হেফাজত হয়ে যাবে এমন শঙ্কা থাকলেও সম্ভাবনা খুব কম। আপনি ব্যক্তি আজহারীকে ভালোবাসুন, তার আদর্শ ধারণ করুন সমস্যা নেই। কিন্তু আপনি আজহারীর আদর্শ ধারণ করে নিজকে অসাম্প্রদায়িক ঘোষণা করলে সমস্যা আছে। অন্তত এ আওয়ামী লীগ আপনাকে নিলেও বঙ্গবন্ধুর হাতে গড়া অসাম্প্রদায়িক আওয়ামী লীগ আপনাকে নেবে না। কারণ অসাম্প্রদায়িকতায় ‘রিলিজিয়াস কনভার্ট’ বলে কোনো কথা নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়