শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পুকুরিয়া খনির ৫ চীনা কর্মী নিবিড় পর্যবেক্ষণে

আমাদের সময় : চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাঁচ চীনা কর্মীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আমজাদ হোসেন।

তিনি জানান, সম্প্রতি চীন থেকে বাংলাদেশে আসা ওই পাঁচ কর্মীকে বড়পুকুরিয়া কয়লাখনি হাসপাতালে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আমজাদ হোসেন বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদনে নিয়োজিত চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে প্রায় তিনশ চীনা নাগরিক বিভিন্ন পদে খনিতে কর্মরত রয়েছেন। এদের মধ্যে কয়েকজন ছুটি কাটাতে দেশে গিয়েছিলেন। সম্প্রতি পাঁচজন কর্মী কয়লাখনিতে ফিরে আসেন। চীন থেকে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর দেশটির সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে ৯১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৭১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়