শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিহারে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ থেকে কানহাইয়া কুমার আটক

সাইফুর রহমান : বৃহস্পতিবার সকালের দিকে বিহারের বেতিয়া জেলায় পূর্বনির্ধারিত ওই কর্মসূচি থেকে কানহাইয়াসহ আরো বেশ কয়েকজন বাম নেতাকর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। ভারতের নাগরিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুরু থেকেই বিভিন্ন আন্দোলন-বিক্ষোভে নেতৃত্ব দিয়ে আসছেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতা ও জওহরলাল নেহেরু বিশ্বদ্যিালয় ছাত্র সংসদের সাবেক ভিপি কানহাইয়া কুমার। তার বিখ্যাত আজাদি স্লোগান ইতোমধ্যেই ভারতে বিক্ষোভকারীদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। নিউজ১৮, স্ক্রলইন, হিন্দুস্তান টাইমস

এদিন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ‘সংবিধান বাঁচাও–নাগরিকত্ব বাঁচাও’ স্লোগানে জন-গণ-মন শীর্ষক পদযাত্রার ডাক দিয়েছিলেন তরুণ এই বাম নেতা। বিহারের পশ্চিম চম্পারণের গান্ধী আশ্রম থেকে কর্মসূচিটি শুরু হয়ে আগামি ২৯ ফেব্রুয়ারি পাটনায় গান্ধী ময়দানে গিয়ে শেষ হওয়ার ছিলো। কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তাদের আটক করে।

পুলিশি হেফাজতে থেকে এক টুইটবার্তায় কানহাইয়া নিজেই তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। টুইটে তিনি বলেন, ‘আজ বাপু-ধাম চম্পারণে গান্ধীজির আশীর্বাদ নিয়ে গণবিরোধী সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে মাসব্যাপি কর্মসূচি শুরু করতে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বেতিয়া যাচ্ছিলাম। কিন্তু প্রশাসন একটু আগেই আমাদের আটক করেছে।

এদিকে কানহাইয়া কুমারকে আটকের প্রতিবাদে চম্পারণের গান্ধী আশ্রমের বাইরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়