শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে পান্না হত্যার দায়ে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড

খেলাফত হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাপান্না মিয়া (২৫) নামের এক ব্যক্তি হত্যার দায়ে মো: ইব্রাহিম (২৪) নামের এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা মো: আব্দুল মান্নান। আদালত এছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদারে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ মে দুপুরে উপজেলার ওহেদাবাদ গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি টেলিভিশন দেখছিলেন। দুপুর পৌনে একটার দিকে উপজেলার ওহেদাবাদ গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে মো: পান্না মিয়ার সঙ্গে উত্তর মিরুখালী গ্রামের মো. ইব্রাহিমের টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করা নিয়ে ঝগড়া হয়।

কথা ঝগড়ার এক পর্যায়ে ইব্রাহিম লাঠি দিয়ে পান্না মিয়ার মাথায় আঘাত করেন। গুরতর আহত পান্না মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমম্পেক্স ভর্তি করেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো: সগির গাজী বাদী হয়ে ইব্রাহিকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদাতে যোগপত্রদেন। রাষ্ট্র পক্ষে পিপি খান মোহাৎ আলাউদ্দিন এবং আসামীপক্ষে এ্যাড.ফজলুল হক মামলাটি পরিচালনা করেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়