শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউন্টারপয়েন্ট রিসার্চ এর জরিপে স্মার্টফোন বিক্রিতে ভারত দ্বিতীয়

ডিডিমুন: কাউন্টারপয়েন্ট রিসার্চ নামের এক গবেষণা প্রতিষ্ঠান বলছে, স্মার্টফোনের বাজার হিসেবে চীনের পর এত দিন দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র।কিন্তু এখন যুক্তরাষ্ট্রকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ২০১৯ সালে দেশটিতে প্রায় ১৫ কোটি ৮০ লাখ স্মার্টফোন বাজারজাত করা হয়। চীন যথারীতি প্রথম স্থানে। মজার ব্যাপার হলো, ভারতের দ্বিতীয় স্থানে উঠে আসার পেছনে বড় অবদান ওই চীনেরই। কারণ চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি স্মার্টফোনে ছেয়ে গেছে ভারতের বাজার। সূত্র: ম্যাশেবল

প্রতিবেদনে বলা হয়, আইফোন ১১ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার পর এবং আইফোন টেনআর মডেলটির দাম কমানোয় মার্কিন প্রতিষ্ঠানটির বিক্রি সেখানে কিছুটা বেড়েছে। স্যামসাংয়ের বেলায় অবশ্য একই কথা বলা যায় না। ২০১৯ সালে ভারতে তাদের বাজার সম্প্রসারণ হয়নি মোটেও। ২০১৮ সালের তুলনায় বরং ৫ শতাংশ কমেছে। ভারতের বিশাল জনসংখ্যার কাছে স্মার্টফোন কাজের যন্ত্র হয়ে উঠছে। তা ছাড়া, বাজারের দ্বিতীয় স্থানে থাকা দেশটির মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতি জোর দেবেন স্মার্টফোন প্রস্তুতকারকেরা।

ভারতে ২০১৯ সালে বাজারজাত করা স্মার্টফোনের ৭২ শতাংশ শাওমি, ভিভো, অপো ও রিয়ালমির তৈরি। চীনা এই প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক কম দামের ফোনগুলোই ভারতে বেশি চলছে। আবার দেশটিতে চীনা স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে ওই প্রতিষ্ঠানগুলো তরতর করে ওপরে উঠছে। উদাহরণ হিসেবে শাওমির কথা বলা যেতে পারে। ভারতে তাদের সবচেয়ে বড় বাজার, এমনকি চীনের চেয়েও। ভারতে ভালো করছে আইফোনও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়