শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন আইন সর্ম্পকিত চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে ব্যাপক জনমত তৈরি করতে হবে: কনক কান্তি বড়ুয়া

শাহীন খন্দকার : হেলথ রিপোর্টার্সদের সঙ্গে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন আইন সম্পৃক্ত মতবিনিময় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ক্যাডাভেরিক জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক কথা বলেন।

বৃহস্পতিবার, দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ডেন্টাল ক্লাসরুমে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিডনী, হৃদপিন্ড, ফুসফুস, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, অস্থি, অস্থিমজ্জা, চক্ষু, চর্ম ও টিস্যুসহ চিকিৎসার প্রয়োজনে রোগীর দেহের সংযোজনের জন্য ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে ব্যাপক জনমত তৈরি করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকসহ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্রেনডেথ বা ক্লিনিক্যালি ডেথ ঘোষিত মৃত দেহ থেকে মানুষ যাতে অঙ্গ-প্রত্যঙ্গ দানে উৎসাহিত হয় সে জন্য জনমত সৃষ্টিতে মসজিদের ইমাম সাহেবরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, কিডনী, লিভার ও চক্ষুসহ যেসকল রোগের চিকিৎসায় রোগীর দেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের প্রয়োজন হয় সেক্ষেত্রে যৌক্তিকভাবে ক্যাডাভেরিক ট্রান্সপ্যাান্টকে এগিয়ে নেয়ার কোনো বিকল্প নাই।

উপ-উপাচার্য ও ক্যাডাভেরিক জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব আবদুল ওহাব খান, অত্র বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আছিয়া খানম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ন্যাশানাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি এর অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীন, সাংবাদিক আবুল খায়ের, শিশির মোড়ল, প্রমুখ আলোচনায় অংশ নেন।

অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো ব্যক্তি বা রোগীকে ব্রেনডেথ ঘোষণা করা হলে তাকে মৃত বলা যায় এবং তার নিকট আত্মীয়-স্বজনরা চাইলে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ রোগীদের কল্যাণ ও চিকিৎসার জন্য দান করতে পারেন। সিনিয়র সাংবাদিক জনাব আবুল খায়ের জানান, তাঁর এক নিকটাত্মীয় বাংলাদেশেই অত্যন্ত স্বল্প খরচে কিডনী ট্রান্সপ্যান্ট করে ২ যুগেরও বেশি সময় ধরে সুস্থ আছেন এবং কিডনী দাতাও সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়