শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

নুর হাছান , জাবি প্রতিনিধি : উৎসব অনুষ্ঠান এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা পালিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা এবং মন্ত্র পাঠের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগুল কৃষ্ণ দাস, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা প্রমুখ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদের সভাপতি কৌশিক রায় বলেন, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মত এবার ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থী সহ অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূজার আয়োজন করা হয়েছে।

সকল এ দিনটিতে মায়ের কাছে আমাদের আরাধনার মাধ্যমে জ্ঞানসাধনা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের এমন আয়োজনে সহযোগিতা করার জন্য।'

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ছাড়াও কলা ও মানবিক অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, আ ফ ম কামালউদ্দিন হল, আল বেরুনী হলে প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়