শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে প্রবাসী স্বামী হত্যা মামলায় স্ত্রী ও ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রবাসী স্বামীকে হত্যা করে মরদেহ গুম করার অপরাধে স্ত্রী রেহানা আক্তার, ছেলে হান্নান ও স্ত্রীর প্রেমিক মৃতের চাচাতো ভাই মোহনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের আব্দুল জাহের একজন প্রবাসী ছিলেন। স্বামী বিদেশে থাকার কারণে তার স্ত্রী রেহানা আক্তার জাহেরের চাচাতো ভাই মোহনের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। বিদেশ থেকে পাঠানো অর্থ আত্মসাৎ করেন। জাহের বাড়ি আসার পর বিষয়টি জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রেহানার নির্দেশে ছেলে হান্নান ও তার প্রেমিক মোহন প্রবাসী আব্দুল জাহেরকে হত্যা করে বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে স্ত্রী, ছেলে ও স্ত্রীর প্রেমিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

পরবর্তীতে ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, রায় ঘোষণার সময় প্রত্যেক আসামি আদালতে উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়