শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম-হৃদয়ের পর শাহাদাতের ফিফটি, দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের লক্ষ্য দিলো জুনিয়র টাইগাররা

আক্তারুজ্জামান : যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে। এখন বল হাতে একটু ভেলকি দেখিয়ে প্রোটিয়দের আড়াইশোর আগেই গুটিয়ে দিতে পারলে শেষ চারে পা রাখবে আকবর আলীরা।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম দারুণ সূচনা করেন। ইমন ১৭ রানে ফিরলেও ব্যাটিং ভেলতি দেখাতে থাকনে তামিম। ৮৪ বলে ১২টি চারে ৮০ রান করে ফেরেন তিনি। এতে বড় রানের ভিত পায় জুনিয়র টাইগাররা। পরে আরও দুইজন ফিফটির দেখা পান।

তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন ১০২ রানের বড় জুটি গড়েন। ৭৩ বলে ৫১ রানে হৃদয় ফিরলেও শাহাদাত দমে যাননি। ৭৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। শাহাদাতের ইনিংসে ৭টি চার ও একটি ছয়ের মার ছিলো। শেষদিকে অধিনায়ক আকবর আলী ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

৫ উইকেটের মধ্যে দুটি রান আউট ছিলো। মাহমুদুল (৩) শামীম (১) রান আউটে কাটা পড়েন। বাকি তিনটির মধ্যে ফেকো মলেটস্যান দুটি ও ভ্যান ভোরেন একটি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়