শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন বৈঠককালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে আটক করেছে এটিইউ

সুজন কৈরী : সিলেটের আরামবাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়ার বড়কুমিড়া গ্রামের মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী (৩২), নোয়াখালীর কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জের মাননিক পুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৪), কুমিল্লার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালাম (২০), জকিগঞ্জের খাফনা ঈদগাহ বাজার গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহম্মেদ (২৫), সুনামগঞ্জের শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহীর চেওখালী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯), সিলেটের জালালাবাদের হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহম্মেদ (২৪) এবং সিলেটের গোলাপগঞ্জের নলুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বপন আহম্মেদ (২১)।

বৃহস্পতিবার এটিইউর এসপি এম এম হাসানুল জাহীদ (ইন্টেলিজেন্স) জানান, বুধবার রাতে শাহপরানের আরামবাগের ১ নম্বর রোডের ১৭ নম্বর বাসার নিচ তলার একটি ফ্ল্যাটে গোপন তথ্যে এ অভিযান চালায় এটিইউ। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে নগদ টাকা, বই ও বিভিন্ন ধরনের দলিল উদ্ধার করা হয়। তারা উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নের প্রস্তুতি নিতে ওই বাসায় মিলিত হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে শাহপরাণ থানায় মামলা (নং- ১৭) দায়ের করা হয়েছে।

এটিইউ জানায়, গ্রেপ্তার মানিক আকন্দ সিলেট বিভাগের প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে নওগাঁ, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার আঞ্চলিক প্রধান হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে আল্লাহর দলের অন্যতম প্রধান সদস্য হিসেবে সারাদেশব্যাপী নিয়োজিত ছিলেন। তিনি ২০০৫ সাল থেকে আল্লাহর দলের সদস্য হিসেবে কাজ করছেন।

জহির উদ্দিন বাবর সিলেট বিভাগের দাওয়া বিভাগের প্রধান হিসেবে ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন। এর আগে সিলেট ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সাল থেকে আল্লাহর দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাসেল আহম্মেদ সিলেটের প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন। এর আগে সিলেটের বিভিন্ন থানা পর্যায়ে দায়িত্বশীল হিসেবে ২০১৪ থেকে অদ্যবধি দায়িত্ব পালন করছিলেন।

আশরাফুল ইসলাম ২০১৮ সাল থেকে সুনামগঞ্জের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রংপুর, মেহেরপুর, কুষ্টিয়া ও বগুড়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কামাল আহম্মেদ ২০১৯ সাল থেকে সিলেট মহানগরীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কালাম ২০১৮ সাল থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার শাহ্পরান থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জসিম উদ্দিন সুমন ২০১৮ সাল থেকে কোতোয়ালী ও দক্ষিণ সুরমা থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৬ সাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জুয়েল আহম্মেদ ২০১৬ সাল থেকে সিলেটের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। আর স্বপন আহম্মেদ ২০১৮ সাল থেকে সিলেটের ওয়ার্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এটিইউর কর্মকর্তা এম এম হাসানুল জাহীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়ে গোপন মিটিং করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়