শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হলো এভারেস্টের বেস ক্যাম্পে ফ্যাশন শো, গিনেস বুকে নেপালের নাম

দেবদুলাল মুন্না : নেপাল ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় নেপাল ও ভারতের যৌথ একটি বেসরকারি কোম্পানি, এই ফ্যাশন শোর আয়োজন করে। শেষ হয়েছে গত মঙ্গলবার। এতে অংশগ্রহণ করেছিলেন ১০টি দেশের ১৮ জন মডেল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬৪৩ মিটার উচ্চতায় এই ফ্যাশন শোর সময়টুকু ছাড়া প্রায় এক ঘণ্টা সকলেই অক্সিজেন মাস্ক পরে ছিলেন। খবর বিবিসি ও ভারতীয় গণমাধ্যম আজকাল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নেপালে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ভারতের পঙ্কজ গুপ্তা জানান, গত ১৭ জানুয়ারি বিশ্বের ১৮ জন মডেলকে নিয়ে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করেছিলেন তারা। শেষ হয়েছে ২৮ জানুয়ারি। পঙ্কজ জানান, ভারতীয় মডেলদের অংশগ্রহণের জন্য একাধিকবার আবেদন জানালেও, তারা কোনও আগ্রহ দেখাননি।

তিনি বৃহস্পতিবার নেপালে সাংবাদিকদের বলেন, এই ফ্যাশন শোর দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, একটা বিশ্বরেকর্ড তৈরি করা। সেই সঙ্গে পরিবেশকে রক্ষা করা কতটা প্রয়োজন, সেই বার্তাও সাধারণের কাছে পৌঁছে দেওয়া। এই কারণেই তাঁরা যে সমস্ত জামা-কাপড় থেকে জুতো ব্যবহার করেছিলেন, তা সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব। একইসঙ্গে পাহাড়সহ সমতলেরও একটা বড় সমস্যা হল পানি। তাই জলের অপচয় রোধ এবং পুনর্ব্যবহারকে জনপ্রিয় করতেও আয়োজকরা বিশেষ সচেতনতামূলক বার্তা দিতে চেয়েছেন এর মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়