শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘করোনা ভাইরাস’ আতঙ্কে, তামাবিল স্থলবন্দরে বসেছে হেলথ ডেস্ক

শাহ আলম, গোয়াইনঘাট প্রতিনিধি : ’করোনা ভাইরাস’ আতঙ্কে তামাবিল স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয়সহ বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ সদস্যের একটি মেডিকেল টিম বসানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পটি দিন ব্যাপি দেশী ও বিদেশী নাগরিক পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা ও করোনা ভাইরাস সনাক্তের কাজ করবে।

বৃহস্পতিাবর সকাল থেকেই মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যকর্মীরা তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের মাঝে করোনা ভাইরাস রয়েছে কিনা তা সনাক্ত করণে কাজ করছেন।

জানা যায়, প্রতিদিন প্রায় শতাধিক পর্যটক ভারত থেকে বাংলাদেশে এসেছেন। তাদের বেশিরভাগই ছিলো বাংলাদেশি পর্যটক। তারা ভারত ভ্রমণ শেষে দেশে ফিরেছেন। তবে, ভারতীয় পর্যটক ছিলেন ৮ থেকে ১০জনের মতো। তাদের মাঝে করোনা ভাইরাসের কোনো উপস্বর্গ পাওয়া যায়নি বলে সেখানে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

তামাবিল ইমিগ্রেশনে নিযুক্ত মেডিকেল ক্যাম্পের প্রধান ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. রাশেদুল ইসলাম জানান, চীনে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে শতাধিক লোক মারা গেছেন।

নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাই বাংলাদেশে যাতে এ ভাইরাস ছড়িয়ে না পড়ে সে লক্ষে স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। এরই অংশ হিসেবে তামাবিল ইমিগ্রেশন দিয়ে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।

এ ব্যাপারে তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সানাউল হক রমজান জানান, চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এক রকম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ধরনের ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যাতে কোনো ভাবে দেশে প্রবেশ করতে না পারে সে জন্য মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ।

চীনসহ বেশ কয়েকটি দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে বিশ^জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে পাওয়া তথ্যমতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার পর্যন্ত চীনে ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজারে। যার মধ্যে ১২শ’ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ^ স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়