শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে বিভ্রান্তি ও গুজব!

হায়াত মাহমুদ : চীনে করোনাভাইরাসে সংক্রমণের উৎস্য, আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি হচ্ছে কি-না এমন প্রশ্ন এখন বিশ্বজুড়েই ঘোরপাক খেতে শুরু করেছে। চীনের সরকারি তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০ এবং আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১১ জন। এ সংখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং বিশ্বজুড়ে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও ও ফটোর মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব।

করোনা ভাইরাসে আক্রান্তের মাত্রা ও মৃতের সংখ্যা চীন সরকার কর্তৃক প্রদত্ত এবং বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে প্রকৃত সংখ্যা আরো অনেকগুন বেশী বলে চীন থেকে ফেরত কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী পরিচয় গোপন রাখার শর্তে এ প্রতিবেদককে জানিয়েছেন। তারা জানান, চীনা গণমাধ্যমেও এ তথ্য সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না।

এরই মধ্যে করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার কথা স্বীকার করে চীনের উহান শহরের মেয়র ঝাউ জিয়াংওয়াং বলেছেন তারা সঠিক সময়ে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্যগুলো সরবরাহ করেননি। এ কারণে পরিস্থিতি মোকাবেলায় সমস্যা তৈরি হয়েছে। তাই তিনি পদত্যাগ করতেও রাজি আছেন বলে দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেনে বলা হয়।

শুরু থেকেই অনলাইনে মানুষজন করোনাভাইরাসের উৎস সম্পর্কে নানা ধারণা প্রকাশ করতে থাকে। কেয়েকটি ভিডিও ফটো প্রচার করা হয় যেখানে বলা হয় চীনারা উহানে ভয়বহ করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই বাদুড়ের স্যুপ ও ইঁদুর খাচ্ছে। তবে বাদুড় খাওয়ার ভিডিওটি উহানে করা নয় এবং চীনের সাথেও এর সংশ্লিষ্টতা নেই বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়। সেখানে আরো বলা হয় এই ভিডিও ২০১৬ সালের জনপ্রিয় ব্লগার ও ট্রাভেল শো হোস্ট মেনগিয়ান ওয়াং পালাও ভ্রমণের সময় করা। অথচ করোনাভাইরাস ছড়ানোর পর এই ক্লিপটিই নতুন করে ছড়িয়ে পড়ে। পরে মিস ওয়াং দুঃখপ্রকাশ করে বিবৃতিও দেন।

ধারণা করা হয় নতুন করোনাভাইরাসটি চীনের উহান শহরের একটি বাজার থেকে ছড়িয়েছে যেখানে সামুদ্রিক মাছ ছাড়াও নানা ধরণের বন্য প্রাণী বেচাকেনা হতো। যদিও চীনে সাম্প্রতিক কিছু গবেষণায় ভাইরাসটির সম্ভাব্য উৎস হিসেবে বাদুড়ের নামও আছে, কিন্তু এই স্যুপ দেশটির সবজায়গায় পাওয়া যায় না। তবে ভাইরাসের প্রকৃত উৎস সন্ধানে তদন্ত বা গবেষণা অব্যাহত আছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ার পর ট্যুইটার ও ফেসবুকে ছড়াতে থাকে যে বিশেষজ্ঞরা এ ভাইরাস সম্পর্কে বহু বছর ধরেই জানতেন। আর এ অভিযোগ প্রথমে যে ব্যবহারকারীরা আনেন তাদের মধ্যে রয়েছেছেন ষড়যন্ত্র তাত্তি¡ক ও ইউটিউবার জর্ডান সাথের।

অনলাইনে ব্যাপক ভাইরাল হওয়া আরেকটি ভিত্তিহীন দাবি হলো এই ভাইরাস হলো চীনের জীবাণু অস্ত্র কর্মসূচির অংশ, যেগুলো উহান ইন্সটিটিউট অফ ভিরোলজি থেকে লিক হয়েছে। প্রমাণ হিসেবে তারা ওয়াশিংটন টাইমসে প্রকাশিত দুটি আর্টিক্যালে ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার একটি বক্তব্যও কৌশলে ছড়িয়ে দেওয়া হয়। যদিও আর্টিক্যাল দুটিতে এর কোনো প্রমাণ দেয়া হয়নি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শত শত পোস্ট হয়েছে। দি ডেইলি স্টার একই ধরণের আর্টিক্যাল প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে একটি গোপন ল্যাব থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। বিবিসি এ নিয়ে ওয়াশিংটন টাইমসের মন্তব্য চেয়েছিলো।

আরেকটি খবরে ভাইরাস ছড়াানোর সাথে যোগ করে দেয়া হয়েছে কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির নাম। ভিরোলজিস্ট ড. জিয়াংগো কুই, তার স্বামী ও তার একজন ছাত্রকে ওই ল্যাব থেকে সরিয়ে দেয়া হয়েছিলো নীতি লঙ্ঘনের অভিযোগে। সেসময় সিবিসির খবরে বলা হয়েছে এর সাথে জননিরাপত্তার কোনো সম্পর্ক নেই। আরেকটি রিপোর্টে বলা হয় ড. কুই উহানে চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস এর একটি ল্যাবরেটরিতে গেছেন দু বছরে দুবার করে। একটি ট্যুইটে দাবি করা হয় ড. কুই ও তার স্বামীর একটি গুপ্তচর দল আছে, আর তার স্বামীকে বরা হয় করোনাভাইরাস গবেষণা বিশেষজ্ঞ। তবে এর কোনো দাবির পক্ষেই কোনো যুক্তি নেই। সিবিসি রিপোর্ট বলছে এসব দাবি ভিত্তিহীন।

উহানে নার্স সংশ্লিষ্ট একটি ভিডিওর অনেকগুলো ভার্সন হয়েছে যেখানে বলা হচ্ছে হুবেই প্রদেশে একজন ডাক্তার কিংবা নার্স এ ভিডিও করেছেন। সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ এটি দেখেছে। একজন কোরিয়ানন এর মধ্যে একটি ইউটিউবে দিয়েছেন যেটি বেশি প্রচার পেয়েছে। তবে এখন আর সেটি দেখা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়