শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৌদিআরব প্রবাসী মো. সিরাজ মিয়ার শতাধিক বিভিন্ন ফলজ ও কাঠ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছ কেটে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত কৃষক প্রবাসী সিরাজ মিয়া দ্বিজয়পুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।প্রবাসী সিরাজ মিয়ার স্ত্রী মুর্শেদা আক্তার বলেন, প্রবাসী স্বামীর কষ্টের টাকায় এক বছর আগে বাড়ির ভিটা ও পুকুর পাড়ের জমিতে আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, পেপে, আমড়া, সুপাড়ি গাছসহ বিভিন্ন প্রজাতির কাঠ গাছ রোপন করা হয়।

গাছগুলো নতুন পাতা গজিয়ে টগবগিয়ে বেড়ে উঠেছে। কিছু ফল গাছে ফুলও ফুটেছিল। এমন সময় গাছগুলো রাতের আধাঁরে কেটে ফেলা হয়।

পারিবারিক কলহের জের ধরে শত্রুতা বশত এসব ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন। প্রবাসী সিরাজ মিয়া ও তার কলেজ পড়ুয়া ছেলে মেহেদী জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য শখ করে নিজের জায়গাতে কষ্টের টকায় বিভিন্ন ফলদ ও কাঠ গাছ রোপন করে সন্তানের মতো যত্ন করেছিলাম।
কিন্তু পারিবারিক সম্পত্তির কলহের জের ধরে রাতের অন্ধকারে গাছগুলো কেটে ফেলে। আমরা এঘটনায় বিচার চাই।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গেলে সত্যতা পাওয়া যায়। যারা গাছের সঙ্গে শত্রুতা করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়