শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নেতারা বলেছেন ইভিএমে ভোট জালিয়াতির সুযোগ আছে, আওয়ামী লীগ নেতাদের না 

মহসীন কবির : বিএনপির নেতারা বলেছেন ইভিএমে ভোট জালিয়াতির সুযোগ রয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেছেন ইভিএমে জালিয়াতির সুযোগ নেই। বিএনপি হেরে যাওয়ার ভয়ে, আগে থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা রকম অভিযোগ করছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। চ্যানেল২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব‌্যারিস্টার মওদুদ আহমদ বলছেন, 'এবার আমরা নির্বাচনে মাঠ ছেড়ে দেবো না। সরকারি দল কোনোদিন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, সেটা প্রমাণিত হবে। আবার প্রমাণিত হবে ইভিএম আনা হয়েছে দুরভিসন্ধিমূলকভাবে। মেশিন ম্যানিপুলেট করে যাতে ভোটের অধিকারটা কেড়ে নেয়া যায়।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু তারা ভীত, তারা ভোট দিতে পারবে কী না।' তবে ফলাফল নিয়ে খুব একটা চিন্তিত নন তারা। নির্বাচন ঘিরে দলকে গুছিয়ে নিতে পারায় সফলতা দেখছেন দলটির নেতারা।

এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, 'ইভিএমে ভোট নেয়া যদি সফল করতে পারি এবং এটা নিয়ে যদি বিতর্ক না থাকে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়; তাহলে এর প্রয়োগ পরবর্তীতে জাতীয় পর্যায়েও করা যাবে। তখন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের সমালোচনা থাকবে না।'

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, 'ইভিএম যখন ছিলো না, তখনও অভিযোগ তুলতো নির্বাচন সম্পর্কে। নির্বাচন যে প্রক্রিয়ায় হোক না কেন, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না তার ক্ষমতায় যাবে বা ক্ষমতায় যাবার নিশ্চয়তা পাবে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়