শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯০০০ কোটি টাকার মালিকের সন্তান থাকেন ছোট্ট ২ ঘরে

ইয়াসিন আরাফাত : মিখাইল ফ্রিদম্যান যিনি কিনা রাশিয়ার ১১তম ধনকুবদের মধ্যে একজন।অবিশ্বাস্য হলেও সত্য তার এক মাত্র সন্তান অ্যালেকজান্ডার ফ্রিদম্যান থাকেন ছোট্ট ২ রুমের ঘরে। যার ভাড়া ৪০ হাজার টাকারও কম।

ব্লুমবার্গ বিলিওনেয়ারস ইনডেক্সের রিপোর্ট অনুসারে মিখাইলের সম্পত্তির পরিমাণ ৯ হাজার ৭৬৬ কোটিরও বেশি। আর তার ছেলের এই সাধারণ জীবনযাপনে সকলেই অবাক।

যদিও মিখাইল ফ্রিদম্যান-এর পুত্র অ্যালেকজান্ডার জানিয়েছেন তিনি নিজে যা রোজগার করেন তাই দিয়ে নিজের জীবন চালিয়ে যথেষ্ট খুশি রয়েছেন। গত বছর তিনি লন্ডন হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন বলেও জানিয়েছেন। পড়াশোনা শেষ করার পরেই তিনি তার ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করেন। আর তার থেকে যথেষ্ট মুনাফাও অর্জন করেন।

পরবর্তীকালে তিনি মস্কোতে আরও একটি ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে তিনি তার তিন নম্বর ব্যবসা শুরু করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন বলেও জানিয়েছেন।
এর জন্য তিনি তার বাবার থেকে কোনও সাহায্য নেন নি। নিজের চেষ্টাতে তিনি তার কোম্পানি চালু করেছেন। যদিও তার এই কোম্পানির একাধিক মালামাল তার বাবার কোম্পানিতে সরবরাহ করে থাকেন। পাশাপাশি অন্যান্য কোম্পানিতেও দেয়।

বাকিদের মত গতানুগতিক পথে না চলে নিজের পথ নিজে তৈরি করার জন্য অ্যালেকজান্ডার যে অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়