আসিফুজ্জামান পৃথিল : বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, হোয়াইট হাউজ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড : দ্য হোয়াইট হাউজ মেমইর’ প্রকাশ ঠেকাতে বধ্যপরিকর। সিএনএন
তবে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ। বোল্টন আর তার প্রকাশকের মুখপাত্রও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।
এমন সময় এই হুমকির কথা জানা গেলো যখন ট্রাম্প নিয়মিতই বোল্টনকে গালাগালি করে টুইট করছেন।
নিউ ইয়র্ক টাইমস ইঙ্গিত দিয়েছে, এই বইতে উল্লেখ আছে, ট্রাম্প কিভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে ইউক্রেনকে প্রদেয় ৩৯১ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছিলেন।
জন বোল্টন জানিয়েছেন, তিনি অনুমতি পেলে সিনেটের সামনে ট্রাম্পের অভিশংসন বিচারপ্রক্রিয়ার বিষয়ে স্বাক্ষ্য দিতে প্রস্তুত।
সিনেট তাকে এই বিষয়ে অনুমতি দেবে কিনা সে বিষয়ে শুক্রবার ভোটাভুটি হবে।
ধারণা করা হচ্ছে, জন বোল্টন যদি স্বাক্ষ্য দেন অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব