শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের আমলে আফগানিস্তানে ২০১৯ সালেই ৭ হাজার ৪৩২ টি বোমাবর্ষণ

সাইফুর রহমান : মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ড গত ১০ বছরে একে সবচেয়ে বেশি সংখ্যক বোমা হামলার ঘটনা উল্লেখ করে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করে। ২০১৮ সালে এধরনের হামলার সংখ্যা ছিল ৭ হাজার ৩৬২টি বলেও প্রতিবেদনে বলা হয়। আলজাজিরা, দি গার্ডিয়ান

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০০৯ সালে দেশটিতে সর্বোচ্চ ৪ হাজার ১৪৭টি বোমা হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বোমা বর্ষণের পরিমান উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে মার্কিন বাহিনী। ওবামার শাসনামলে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা কমাতে একটি পরোক্ষ নির্দেশ জারি থাকলেও ২০১৬ সালে ট্রাম্প প্রশাসন সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়।

জাতিসংঘের পাশাপাশি অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোও মার্কিন-আফগান বাহিনীর বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বার বার উদ্বেগ জানিয়েছে। জাতিংঘের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ২০১৯ সালের প্রথমার্ধে যৌথ বাহিনীর হামলায় অন্তত ৭১৭ জন নিহত হয়েছেন , যা ২০১৮ সালের তুলনায় ৩১ শতাংশ বেশি। চলতি বছরেও দেশটিতে তালেবান ও যৌথ বাহিনীর হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা মধ্যেও হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। তালেবানদের দাবি, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, সেনা প্রত্যাহারের আগে সব গ্রুপকেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়