শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরীপুরে অটো-বাস মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ নিহত ৪

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলেসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭০), একই এলাকার সাহেরা খাতুন (৪০) এবং ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫)। লাল মিয়া প্রতিবন্ধী কার্ড করতে এবং বাকিরা বয়স্ক ভাতার কার্ড করতে যাচ্ছিলেন।

আহতরা হলেন, শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তার (৪০)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাবেয়া খাতুন নিহত হন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর আরও তিনজনের মৃত্যু হয়।এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবেয়া খাতুন মারা যান।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়