শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজন অনুপাতে দেশে সঠিক উন্নয়ন হচ্ছে না, বললেন বিআইডিএসয়ের মহাপরিচালক কে এ এস মুরশিদ

মিনহাজুল আবেদীন : গ্রামীণ অর্থনীতিতে আরো অনেক প্রবৃদ্ধির প্রয়োজন রয়েছে। বিনিয়োগ আরো অনেক হয়া দরকার, তবে প্রযুক্তি এবং প্রোডাকশনের জন্য উন্নতি প্রয়োজন। যার ফলে আমরা প্রতিটা কাজে হোঁচট খাচ্ছি। তবে এগুলো নিরসনের জন্য আমাদের আলাদাভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসয়ের মহাপরিচালক কে এ এস মুরশিদ ডিবিসি টিভিতে এসব কথা বলেন।

মুরশিদ বলেন, শুধুমাত্র প্রোডাকশন দিয়ে উন্নয়ন করা যাবে না। গ্রামীণ উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিতে হবে। পাশাপাশি প্রাইভেট এবং বিদেশি বিনিয়োগের প্রতিও নজরদারী করতে হবে।

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সচিব ড. শামসুল আলম বলেন, স্বাধীনতার পর থেকে প্রবৃদ্ধির পরিমাণ বাড়ছে, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ছিলো না, যার কারণে এটা সঠিক ভাবে সম্পূর্ণ হয়নি। তবে এই প্রবৃদ্ধিরহার ত্বরানিত হয়েছে, আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি সমঝোতা বৃদ্ধি পেয়েছে, বানিজ্যিক পরিবেশ আগের থেকে অনেক সুষ্ঠু হয়েছে।

তিনি আরও বলেন, শুধু সামাজিক নিরাপত্তা দিয়ে আয় বৈষম্য কমানো যাবে না, এর জন্য বিশেষ কর্মসূচি গঠন করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আয় ও ব্যয় বাড়াতে হবে, পল্লী জনপদগুলোর রাস্তার সংস্কার করতে হবে।

একই অনুষ্ঠানে সাবেক তত্ত¡বধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সারাবিশ্বের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধিরহার অনেক বেশি, দেশে বিনিয়োগের আরো অনেক প্রয়োজন রয়েছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে অনেক বাধা রয়েছে, তবে ব্যাংকিং খাতের দুরাবস্থা ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে বেসরকারি খাতে ঋণের পরিমাণ কমে যাচ্ছে, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়