শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজউকের সেবা নিতে ২ কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, টিআইবির এ রিপোর্টকে মিথ্যা বললেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

তাপসী রাবেয়া : বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে টিআইবির বক্তব্যের প্রতিবাদ করেন তিনি।

রাজউককে ‘জনবান্ধব’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে ,মনগড়া বক্তব্য উপস্থাপন থেকে সরে দাঁড়াতে টিআইবিকে অনুরোধ জানান মন্ত্রী।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, টিআইবির অভিযোগের কী ভিত্তি সুস্পষ্টভাবে তারা বলেননি। যেমন, একটা অভিযোগে তারা বলেছেন, বিশেষ প্রকল্পের ডেভেলপারকে দুই থেকে তিন কোটি টাকা ঘুষ দিতে হয়। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এ জাতীয় কোনো প্রকল্প অনুমোদনই হয়নি।

তিনি বলেন, ‘আরেকটি জায়গায় তারা বলেছেন নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব। আমি মন্ত্রী হবার আজ পর্যন্ত কোনো নিয়োগই হয়নি। নিয়োগ না হলে রাজনৈতিক প্রভাব হয় কীভাবে? একটা নিয়োগও রাজউকে এখন পর্যন্ত হয়নি। নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। এখন পর্যন্ত অ্যাডমিট কার্ডও আমরা ইস্যু করিনি।

ফ্ল্যাটের চাবি প্রদানের ক্ষেত্রে টাকা নেওয়া হয়; টিআইবির এমন অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেন, ‘ফ্ল্যাট বরাদ্দ আমরা অনলাইন পদ্ধতিতে সকল সংবাদকর্মীদের উপস্থিতিতে লটারী করে চাবি তাদেরকে দেয়া হয়েছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়