শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় নতুন করোনো ভাইরাস তৈরি, রোগ নির্ণয় ও নির্মূ্লে যুগান্তকারী পরিবর্তনের আশা

সিরাজুল ইসলাম: শুক্রবার এ ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিইএইচও) পাঠিয়েছেন মেলবোর্নের বিশেষ গবেষণাগারের গবেষকরা। তারাই প্রথম এ ভাইরাস আবিস্কার করেছেন বলে দাবি করেন। এটাকে তারা ফাইলক ফলক হিসেবে দেখছেন। বিবিসি

গবেষকরা জানিয়েছেন, তারা একজন সংক্রমিত শরীর থেকে নতুন এ ভাইরাস আবিস্কার করতে সক্ষম হয়েছেন। চীনেও বিজ্ঞানীরা এক ধরণের ভাইরাস আবিস্কার করেছেন। তারা এর জন্ম রহস্য অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের সঙ্গে শেয়ার করেছেন; কিন্তু এই ভাইরাস সেটা নয়।

অস্ট্রেলিয়ার দ্য পেটার ডোহেরটি ইনষ্টিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটির ডা. মাইক ক্যাটন বলেন, তারা বছরের পর বছর এমন ভাইরাস আবিস্কারের পরিকল্পনা করছেন। দ্রুতই তারা এ কাজটি করতে পেরেছেন।

চিকিৎসক ক্যাটন বলেন, নতুন ভাইরাস করোনো ভাইরাসের টিকা আবিস্কারেও সহায়তা করবে। চীনা কর্তৃপক্ষ করোনো ভাইরাসকে সাধারণ ফ্লুর মতো বলে দাবি করেছে। সুপ্ত অবস্থায় এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ডব্লিউএচও বলছে, লক্ষণ প্রকাশের আগে ভাইরাসটি ছড়িয়ে পড়ে কি না, তা পরিস্কার নয়। এর সুপ্ত অবস্থার মেয়াদ দুই থেকে ১০ দিন।
করোনো ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে। এ ভাইরাসে ১৩২ জন মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়