শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে আগামী সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের

ইমরুল শাহেদ : এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, সে অনুপাতে নিজের দেশে তার জনপ্রিয়তা কতোটা আছে তা তিনি যাচাই করে নিতে চান। মধ্য-বামপন্থী এই নেতার ঘোষণা অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এই মেয়াদে তিনি নির্বাচিত হলে, পরবর্তী তিন বছরও তিনিই থাকবেন দেশটির প্রধানমন্ত্রী। টাইমসনাউনিউজডটকম

প্রধানমন্ত্রী আর্ডেন বলেছেন, ‘আমার নেতৃত্বের প্রতি নিউজিল্যান্ডের নাগরিকদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি আমি। কারণ নানা সমস্যা থাকা সত্তে¡ও বর্তমান সরকার দেশটিকে স্থিতিশীলতা, মজবুত অর্থনীতি এবং অগ্রগতির পথেে এগিয়ে নিয়ে গেছে।’

প্রথম মেয়াদেই তিনি পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। ক্ষমতায় থাকাকালীনই তিনি মা হয়েছেন। ক্রিষ্টচার্চ মসজিদ হত্যার বিষয়টি তিনি সুচারুভাবে সম্পন্ন করেছেন। হোয়াইট আইল্যান্ড সংকটও মোকাবিলা করেছেন দৃঢ়ভাবে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপকভাবে আদৃত হলেও মতামত জরিপে দেখা যায়, দেশে তার জনপ্রিয়তা কিছুটা কমেছে।

ক্রিস্টচার্চ ঘটনার জেরে অস্ত্র ক্রয় নিয়ে যে পরিকল্পনার সূত্রপাত করেছেন তিনি এবং মাওরি গ্রুপের সঙ্গে জমি বিরোধ নিয়ে ন্যাশনাল পার্টির মধ্যডানপন্থী বিরোধী দলীয় নেতা সিমন ব্রিজেস তাকে প্রায় কোণঠাসা করে ফেলছেন। পাশাপাশি তুলে ধরা হচ্ছে আর্ডেন সরকারের আরও কিছু কার্যক্রম।  হঠাৎ নির্বাচন ঘোষণা হওয়ায় সিমন ব্রিজ কিছুটা বিব্রত হয়েছেন। নির্বাচনি ঘোষণায় সরকারের তরফে বলা হয়েছে, সরকার প্রতিশ্রুতি মাফিক সকল কাজ করে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়