শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকেশের আবেদন খারিজ, নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ড নিশ্চিত করল ভারতের শীর্ষ আদালত

রাশিদ রিয়াজ : বুধবারই দেশের শীর্ষ আদালতে পিটিশনের শুনানি হয়। শুনানি শেষে প্রাণভিক্ষারআর্জি খারিজ করে দেয় আদালত। নির্ভয়াকাণ্ডে মুকেশের মৃত্যুদণ্ড নিশ্চিত করে দেয় আদালত। আদালতের নির্দেশ, ভারতের রাষ্ট্রপতির ফাঁসি নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই। সমস্ত দস্তাবেজ যাচাই করেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছিলেন। তাড়াহুড়ো করে তিনি কোনও সিদ্ধান্ত নেন নি।

১ ফেব্রুয়ারি জারি হয়ে গিয়েছে মৃত্যু পরোয়ানা৷ তবু বাঁচার শেষ চেষ্টার কসুর করছে না নির্ভয়া গণধর্ষণ ও খুনেরকাণ্ডে দোষীরা৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করায় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে ধর্ষক মুকেশ সিং। মঙ্গলবার তার আইনজীবী অঞ্জনা প্রকাশ দাবি করেন, আবেদন খারিজের সময় একাধিক বিষয় ভেবে দেখা হয়নি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। সঙ্গে এও অভিযোগ তোলেন যে, তিহার জেলে যৌন হেনস্তার শিকার হয়েছে মুকেশ। এমনকী তাকে মারধরও করা হত।

বুধবারই দেশের শীর্ষ আদালতে পিটিশনের শুনানি হয়। শুনানির শেষে প্রাণভিক্ষারআর্জি খারিজ করে দেয় আদালত। আদালতের নির্দেশ, রাষ্ট্রপতি ফাঁসি নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই। সমস্ত দস্তাবেজ যাচাই করেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছিলেন। তাড়াহুড়ো করে তিনি কোনও সিদ্ধান্ত নেন নি। অর্থাৎ নির্ভয়াকাণ্ডে মুকেশের মৃত্যুদণ্ড নিশ্চিত করে দিল দেশের শীর্ষ আদালত।

আদালতের রায়ে খুশি নির্ভয়ারা বাবা-মা। বারবার এই মামলা দীর্ঘায়িত হওয়ার জন্য অনেক সমালোচনা শুরু হয়েছে। গত মাসেই ফাঁসির সাজা মুকুবের জন্য হিন্দু দেবদেবী ও দিল্লির দূষণের কারণ দেখিয়ে আবেদন করেছিল অক্ষয়। সেই আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফের একবার আবেদন করে। নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে চার দোষী অক্ষয়, মুকেশ, বিনয় শর্মা ও পবন গুপ্তর ফাঁসি হওয়ার কথা ১ তারিখ। এর আগে ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু দোষীরা একাধিক কারণে আদালতের দ্বারস্থ হওয়ায় আইনি জটিলতা দেখা দেয়। যার জেরে পিছিয়ে যায় ফাঁসির দিনক্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়