শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৭০হাজার ইয়াবাসহ আটক২

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ৭০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব -১৫।

আটকরা হলেন,টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ার আলী জোহারের ছেলে আব্দুল হক (৩০)ও চট্টগ্রাম জেলার লোহা গাড়া উপজেলার পূর্ব কলাউজান এলাকার কবির আহম্মদের ছেলে মোঃ জাকারিয়া (৩২)।মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার উপরের বাজার আফিফা আলম হিমু মার্কেট আক্তারের কাপড়ের দোকান থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট(বিএন)মির্জা শাহেদ মাহতাব।তিনি বলেন,আক্তারের কাপড়ের দোকানে ইয়াবা বেচা-কেনার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন। এমন সংবাদে ওই দোকানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার ইয়াবা ও দুটি ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,২০১৮ সালের এপ্রিল মাসে টেকনাফ পৌরসভার খায়ূকখালী খালে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। ঐ ঘটনায় ৮ জনকে এজাহার নামীয় করে পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করা হয়।যার মামলা নং ৩৪/১৮৫ তারিখ ১২/৪/২০১৮।ঐ মামলার ১নং আসামি মোঃবগু পিতা আলী জোহার সে আটক আব্দুল হকের আপন ছোট ভাই। ঐ মামলায় সকল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ।তাদের মামা,মামাতো ভাইসহ এই সিন্ডিকেটের সদস্যরা এখনো সক্রিয় রয়েছে।এদের ইয়াবা ব্যবসা এখন ও থেমে নেই। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়