শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

অনলাইন রিপোর্ট: রোহিঙ্গা ইস্যুতে আরও সমর্থন আদায়ের জন্য বেশ কিছু দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যুগান্তর

বিশেষ করে ভারত, চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে জোর কূটনৈতিক তৎপরতা চালানো ও এসব দেশের সরকারকে বিষয়গুলো ব্যাখ্যা করে বোঝানোর পরামর্শ দিয়েছে তারা।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায়ে এসব দেশ কিছুটা হলেও নমনীয় হবে বলেও প্রত্যাশা করে সংসদীয় কমিটি।

জানা গেছে, বৈঠকে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইজিসে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এ রায় কূটনৈতিক সফলতা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিবাদন জানানো হয়।

এদিকে কমিটির আগের সুপারিশ অনুসারে প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে আগামী মাসে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথ সভা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই সভার আয়োজন করবে। এরপর মার্চ বা এপ্রিলে এই তিন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও একই ইস্যুতে বৈঠক করবে। বৈঠকে কমিটি করোনাভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বলেও জানানো হয়।

কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, মো. আবদুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়