আসিফুজ্জামান পৃথিল : ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটির দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি রয়েছে। এর আওতাতেই ভারত অনুরোধ করেছিলো দাম পূর্ণবিবেচনার। রয়টার্স
কাতারের জ্বালানী মন্ত্রী সাদ শেরিদা আল খাবি বলেছেন, ‘আমরা কখনই চলতি চুক্তি পুর্ণবিবেচনা করি না। চুক্তি সবসময় চুক্তিই। মেয়াদ পর্যন্তই তা বহাল থাকবে।’
তবে তিনি এও জানান, ভারত চাইলে চুক্তির চেয়েও বেশি এলএনজি দিতে রাজি আছেন তারা।
ভারত বিশ্বের অন্যতম প্রধান এলএনজি আমদানিকারক। কাতার ও ইরান তাদের প্রধান বিক্রেতা।
তবে সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানি করা এলএনজি পুন: আমদানির একটি চুক্তি করেছে তারা।