আসিফুজ্জামান পৃথিল : বুধবার দুই পক্ষই সিনেটরদের প্রশ্নের মুখোমুখি হবেন। সিনেটররা তাদের লিখিত প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এর কাছে জমা দেবেন। তার দ্বারাই পরিচালিত হবে বিচারপ্রক্রিয়ার পরের ধাপ। দ্য গার্ডিয়ান, বিবিসি
এই সুযোগটি কাজে লাগাতে চান ডেমোক্রেটরা। তারা কি ধরণের প্রশ্ন করলে রিপাবলিকানরা বিব্রত হবেন সেটি খতিয়ে দেখতে বিশেষ বৈঠকের আয়োজন করেছেন। তারা এই সুযোগে জন বোল্টনসহ অন্য স্বাক্ষীদের হাজির করতে আবেদন জানাতে চান।
শুক্রবার এই বিচারপ্রক্রিয়ার জন্য সবচেয়ে বড় দিন। এদিনই সিনেটররা সর্বশেষ বিতর্কে অবতীর্ণ হবেন। যদি নতুন স্বাক্ষী হাজির অনুমোদিত না হয়, তবে এদিনই ভোটাভুটি হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এই ভোটাভুটির কার্যত কোনও অর্থ নেই। কারণ রিপাবলিকান সংখ্যাধিক্যের কারণে ট্রাম্পকে নিজ কার্যালয় থেকে সরানো কার্যত অসম্ভব। ডেমোক্রেটরা নির্বাচনে কিছুটা সুবিধা আদায় করতে চেয়েছিলেন এই প্রক্রিয়া থেকে। তা তারা কিছুটা পেরেওছিলেন।
নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। রিপাবলিকানদের প্রতিনিধি হিসেবে এবারও ট্রাম্প থাকছেন।