শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে খরচের খাতায় ২ কোটি ৭৭ লাখ টাকা, প্রাপ্তির খাতা শূন্য

এল আর বাদল : তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ খেলতে গত ২২ জানুয়ারি বিশেষ বিমানে পাকিস্তানের লাহোরে গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়া আর আসা মিলিয়ে বিমানে খরচ পড়েছে দেড় লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৭ লাখ টাকার বেশি। ৩৩ সদস্যের দলের পাঁচদিনে হোটেল খরচ ও খাওয়া বাবদ খরচ হয়েছে আরো দেড় কোটি টাকা।

সব মিলিয়ে ২ কোটি ৭৭ লাখ টাকা খরচ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির খরচের খাতায় এই টাকা উঠলেও তাদের রেকর্ডবুকে খেলার ফলাফল শুধুই শূন্য।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এ তথ্য দিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ বাজেভাবে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। এবার টাইগারদের সামনে রয়ালপিন্ডি সফর। সেখানে ৭ ফেব্রুযারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বিশেষ বিমানেই যাত্রা শুরু করবে মাহমুদউল্লাহ-তামিমরা। টেস্ট ক্রিকেটে প্রাপ্তির খাতায় কী যোগ হবে জানি না, তবে এবার খরচের খাতা আরো দীর্ঘ হবে।

একই শহরে দ্বিতীয় টেস্ট ৫ এপ্রিল থেকে। বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ওই দিন করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়