শিরোনাম

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাইয়ের বন মামলায় উপজেলার যুবলীগ সভাপতির ৩ বছরের জেল ৩০ লাখ টাকা জরিমানা

হারুন রশীদ, রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন মামলার হাজিরা দিতে এসে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: নাসির উদ্দিনসহ ২জনকে ৩বছরের কারাদন্ড দিয়ে জেলাহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পালের চেম্বারে হাজিরা দিতে গেলে বিঞ্জআদালত আসামী নাসির উদ্দিন ও বাবুল মেম্বারকে জেলে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বনবিভাগ ও আদালত সূত্রে জানাযায়, পিওআর বন মামলা-৭/২০১৮ এবং আদালতের বন মামলা সিআর মূলে আসামী উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতিসহ বাবুল মেম্বারগং কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটের ৪৯ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়।

২০১৮ সালে ওই গাছ কাটার দায়ে কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটের ফরেষ্টার র্নিমল কুমার মন্ডল বাদী হয়ে কোর্টে একটি মামলা দায়ের ওই মামলায় আসামী নাসির ও বাবুল মেম্বার কারাদন্ডে দন্ডিত হয়েছেন।

সূত্রে জানাগেছে, বন মামলায় কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো: নাসির উদ্দিনকে ৩ বছরের সশ্রমকারাদন্ড ,৩০লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদন্ড ও বাবুল মেম্বারকে দেড় বছরের জেল ১০লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের জেল এবং ১০হাজার টাকা জরিমানা করে আদালত।

কোর্ট পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পালের আদালতে বন মামলায় রায়ে জেলা হাজতে প্রেরণ করেন আদালত। সম্পাদনা: রাকিবুল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়