শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা প্রতিদ্বন্দিতায় ডুসাপের সভাপতি ইরফান, সা. সম্পাদক আরফাত নির্বাচিত

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ পটিয়া (ডুসাপ)'র আগামী এক বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার ইরফান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরফাত চৌধুরী।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রাঙ্গণে সংগঠনটির এক জরুরি সভায় সভাপতি সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রায়হানুল হক । এছাড়া উপ নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের মো. শহীদুল ইসলাম।

সংগঠন সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার ইরফান মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আর সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ফিন্যান্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। এছাড়া প্রথম সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ওফা চৌধুরী, দ্বিতীয় সহ-সভাপতি ফিন্যান্স বিভাগের প্রান্ত বড়ুয়া এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর রাজন সেন রাজ। তারা সকলেই চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার ইরফান তার এক প্রতিক্রিয়ায় সংগঠনের কল্যাণে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সাধারণ সম্পাদক ইয়াসিন আরফাত নবীনদের নিয়ে কাজ করার কথা জানিয়ে বলেন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা কাজ করে যাব। সদস্যদের নিয়ে সংগঠনকে আরো বেশি গতিশীল করব।

এসময় ডুসাপের গত কমিটির সভাপতি আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক আরাফাত হোসেন চৌধুরীসহ সংগঠনটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, “শিক্ষা-ভ্রাতৃত্ব-সহযোগিতা” স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চট্টগ্রাম জেলার প‌টিয়া উপ‌জেলার শিক্ষার্থীদের নিয়ে 'ডুসাপ' নামক এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। সদস্যবৃন্দ তাদের চিন্তাধারা,সৃজনশীলতা এবং ভালবাসা দিয়ে “ডুসাপ” কে একটি পরিবার এবং অনন্য সংগঠনে পরিণত করেছেন। পটিয়ার ছাত্র-ছাত্রী এবং মানুষের সার্বিক কল্যানেও এই সংগঠন কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়