শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশিত হয়েছে আইপিএল শুরুর দিন, থাকছে নতুন পদ্ধতি

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের শুরুর দিন প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী মার্চের ২৯ তারিখে পর্দা উঠবে এবারের আসরের। ২৪ মে মুম্বাইয়ে ফাইনাল দিয়ে শেষ হবে। সোমবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভাশেষে এ তথ্য জানা যায়।

টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আইপিএলের রাতের খেলার সময়ে কোনো পরিবর্তন আসছে না। আগের বছরগুলোর মতো এবারো ৮ টায় শুরু হবে। সাড়ে ৭ টায় শুরু করা নিয়ে আলোচনা হলেও তা হচ্ছে না। মাত্র পাঁচটি ডাবল হেডার হবে (এক দিনে দুই ম্যাচ) এবং ফাইনাল হবে মুম্বাইয়ে।’

একটি দাতব্য ম্যাচ আয়োজনের ভাবনাও রয়েছে বিসিসিআইয়ের। আইপিএল শুরুর আগে তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করার পরিকল্পনা রয়েছে আইপিএল অল স্টার ম্যাচ। তবে সেই ম্যাচের ভেন্যু বা দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

ক্রিকেটের নতুন সংযুক্তি কনকাশন সাবস্টিটিউশনের প্রয়োগ প্রথমবারের মতো দেখা যাবে আইপিএলে। এ নিয়ে সৌরভ বলেন, ‘আইপিএলের এবারের আসরে কনকাশন সাবস্টিটিউট এবং নো বলের জন্য থার্ড আম্পায়ার ব্যবহৃত হবে।’

২৯ মার্চ থেকে শুরু হলে প্রথম থেকে কিছু বিদেশী ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। ৩১ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে থাকবে ইংল্যান্ড। ২৯ মার্চ শেষ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইপিএলের এ ত্রয়োদশ আসরে নেই কোনো বাংলাদেশের ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়