শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের করাচির রাস্তায় কাবাব খেয়ে ধরা পড়েছিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের হাই-প্রোফাইল নিরাপত্তার প্রশংসা করেছেন। এই সময় তিনি একটি ইউটিউব চ্যানেলের সাথে সাক্ষাৎকারে ২০০৪ সালে পাকিস্তান সফরকালের তাদের সব স্মৃতিচারণ করেন। স্মৃতিচারন করে বলেন, ‘সত্যিকার অর্থে পাকিস্তানের নিরাপত্তাকে আমরা খুব ভালোবেসে ফেলেছিলাম।’

তিনি আরো জানান, ‘আমরা পাকিস্তানকে তাদের মাটিতে হারাতে চেয়েছিলাম কারণ আমরা সেসময়ে একটি শক্তিশালী দল ছিলাম।’

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরটা খেলার বাইরেও অনেক কিছুর তাৎপর্য বহন করেছিলো। দীর্ঘদিন পর পাকিস্তানে খেলতে যাওয়া ভারতীয় দলের নিরাপত্তা সেবার নিশ্চিদ্র করা হয়েছিলো। এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়ার জন্য পথিমধ্যে সব রাস্তা, মোড়, দোকান বন্ধ করে দেয়া হয়েছিলো। সাধারণ মানুষের পরিবর্তে রাস্তার দখল নিয়েছিলেন পাকিস্তানের সেনা ও নিরাপত্তারক্ষীর জওয়ানরা।

ভারতীয় অধিনায়ক করাচির রাস্তায় বিখ্যাত স্থানীয় খাবার কাবাব খেতে গিয়ে ধরা পড়েছিলেন, ‘এক রাতে আমরা করাচির হোটেল থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, হাঁটতে হাঁটতে রাস্তার ধারে এক কাবাবের দোকানে দাঁড়িয়ে কাবাব খাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছিলাম আমরা। তবে সে সময়টা আমরা উপভোগ করেছি, বলতে গেলে দলের সবাই তখন খুব মজা করেছে।’

২০০৪ এ পাকিস্তান সফরে ভারতীয় দল পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলেছিলো। ওয়ানডে সিরিজে ভারত জিতেছিলো ৩-২ ব্যবধানে। ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টেস্টেও সৌরভ গাঙ্গুলির দল সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়