সালেহ্ বিপ্লব : গত বছর বিশ্বের একমাত্র কার্বনশূন্য দেশ হিসেবে স্বীকৃতি পায় দেশটি। বিরল এই শ্রেষ্ঠত্ব অর্জন করার ক্ষেত্রে ভূ-প্রকৃতিই এগিয়ে দিয়েছে দেশটিকে। ডেইলিহান্ট
পাহাড়ী এই দেশটির ৭২ শতাংশই সবুজ অরণ্য। আর এই অরণ্যই সব কার্বনকে ভেঙে উপকারী অক্সিজেনের মতো গ্যাসের সৃষ্টি করে।
মজার ব্যপার হলো, ভুটানে যে পরিমান অরণ্য আছে তা দিয়ে ৬ মিলিয়ন টন কার্বন নিঃশেষ করা সম্ভব। আর সেক্ষেত্রে ভুটান মাত্র দেড় মিলিয়ন টন কার্বন গ্যাসের নিঃসরণ হয়।
দেশটির সংবিধানেও সংশোধিত আকারে একটি আইন পাশ হয়েছিলো যাতে সেখানকার বনভূমি কখনো ৬০ শতাংশের নিচে নেমে না যায়।
ভুটানের পরিকল্পনা রয়েছে ২০৩০ সালের মধ্যে গ্রীনহাউস ইফেক্টের মাত্রা শূন্যতে নামিয়ে আনবে। এমনকি তারা শূন্যতে নামিয়ে আনবে আবর্জনার পরিমাণও। পাহাড়ী নদী গুলোর স্রোতধারাকে কাজে লাগিয়ে অবশ্য অনেক আগেই তারা বিদ্যুত্ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।