শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি থেকে এবার পদত্যাগ করেছেন মিজানুর রহমান সিনহা

মাজহারুল ইসলাম : তিনি দলটির কোষাধ্যক্ষ এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। তিনি গত ২২ জানুয়ারি দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগপত্র জমা দেন।

দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকেও অবসরে যাচ্ছেন তিনি। পদত্যাগপত্রে সিনহা ব্যবসায়িক ব্যস্ততা ও শারীরিক সমস্যার কথা উল্লেখ করে বলেন, তাই আমার পক্ষে এখন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্ভব নয়।সিনহার ব্যক্তিগত সহকারী মুন্না জানান, বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা ১৯৯৬ ও ২০০১ সালে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

বিএনপি থেকে এর আগে গত বছর ৫ নভেম্বর পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং ২০১৫ সালের ২৯ অক্টোবর পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

আর ২০১৬ সালের ৬ আগস্ট পদত্যাগ করেন আরেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। এ ছাড়াও বিএনপি থেকে পদত্যাগ করেছেন পারটেক্স গ্রুপের কর্ণধার এমএ হাসেম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়