শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই আধুনিক আর স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তাদের প্রচারণায় তার কোনো ছোঁয়া নেই

 

প্রভাষ আমিন : সবাই আধুনিক আর স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের প্রচারণায় তার কোনো ছোঁয়া নেই। এমনিতেই ঢাকার আকাশ দেখা যায় না। যেটুকু দেখা যেতো, তাও ঢেকে গেছে পোস্টারে। নির্বাচিত হলে যারা জলাবদ্ধতা দূর করবেন, বর্জ্য পরিষ্কার করবেন, তারাই পোস্টার করেছেন পলিথিনে মোড়ানো বা লেমিনেটেড। শুধু এই পোস্টারের কারণে নির্বাচনের পর ঢাকার অনেক ড্রেন বন্ধ হয়ে যাবে, জলাবদ্ধতা বাড়বে। যেটা ঠেকানোর দায়িত্ব ছিলো হবু মেয়র-কাউন্সিলরদের, সেটা হাইকোর্ট করেছে। লেমিনেটেড পোস্টার নিষিদ্ধ করে ঢাকাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন হাইকোর্ট। নীরব পোস্টারের অত্যাচার না হয় মানা গেলো, কিন্তু সারাক্ষণ কান ঝালাপালা করা ক্যাম্পেইনের জ্বালায় ঢাকায় থাকাই মুশকিল। উচ্চ শব্দের মাইকে সারাক্ষণ নি¤œরুচির প্যারোডি আর ভাঁড়ামি, অসহ্য হয়ে গেছে। নির্বাচনের দুদিন পর এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রার্থীরা হয়তো ভাবছেন, এসএসসি পরীক্ষার্থীরা তো ভোটার নন, তাই তাদের পড়াশোনার ব্যাপারে মনোযোগ দেয়ার দরকার নেই। তবে মনে রাখবেন এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা কিন্তু ভোটার। যারা যতো জ্বালিয়েছেন, তারা ততো কম ভোট পাবেন আমি নিশ্চিত। যাদের প্রচারণায় কোনো সংবেদনশীলতা নেই, স্মার্টনেস নেই, তারা গড়বেন স্মার্ট ঢাকা। কেউ একজন নিশ্চয়ই পাস করবেন। কিন্তু আমার কোনো উচ্চাশা নেই। অকালপ্রয়াত কবি আবুল হাসানের নিঃসঙ্গতা নামে একটা কবিতা আছে : ‘অতোটুকু চায়নি বালিকা/অতো শোভা, অতো স্বাধীনতা/ চেয়েছিলো আরও কিছু কম’।

সেই বালিকার মতো আমাদের চাওয়াও অতো বেশি নয়। আমার চাওয়া চারশ বছরের পুরনো ঐতিহ্যবাহী শহরটি অন্তত বাসযোগ্য থাকুক। এ বছর বেশ কয়েকবার ঢাকা বায়ু দূষণের বিবেচনায় প্রথম হয়েছে। এটাই বাস্তবতা। ঢাকার বাতাস শ্বাস নেওয়ার যোগ্য নয়। শব্দ দূষণে কান ঝালাপালা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যায়। বর্ষায় জলাবদ্ধতায় আটকে যায় মহানগরী। পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই, সকাল-বিকাল হাঁটার ভালো জায়গা নেই, লাইব্রেরি নেই। এমন অসংখ্য নেই নিয়েই ঢাকা। রাস্তাঘাট নোংরা, অস্বাস্থ্যকর, অনিরাপদ। যারাই নির্বাচিত হবেন সেই মেয়র আর কাউন্সিলরদের কাছে আমাদের চাওয়া সামান্যÑ আরেকটু সবুজ, আরেকটু পরিচ্ছন্ন, আরেকটু নিরাপদ, আরেকটু সচল এবং বাসযোগ্য ঢাকা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়